Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০২০

ঝালকাঠির নলছিটিতে কৃষি সচিবের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়


প্রকাশন তারিখ : 2020-10-02

 

কৃষি সচিবের সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা ১ অক্টোবর ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব জনাব মো. নাসিরুজ্জামান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে হবে। এর অংশ হিসেবে দেশব্যাপী চলছে পারিবারিক পুষ্টি বাগান কর্মসূচি। এতে কালিকাপুর মডেল অনুসরণ করা হচ্ছে। প্রতিটি বাগানে জমির পরিমাণ ১ শতাংশ। বেড থাকবে ৫টি। এ ধরনের বাগানের সংখ্যা ইউনিয়নপ্রতি ৩২ টি। এর মাধ্যমে একটি পরিবারের সারাবছরের পুষ্টির চাহিদা পূরণ হবে। 

 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটির পৌর মেয়র মো. তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোর্শেদা লষ্কর, মোল্লার হাটের ইউ.পি. চেয়ারম্যান মো. কবির হাওলাদার, মগরের চেয়ারম্যান মো.এনামুল হক সেলিম, কূলকাঠির চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু,  নাচন মহলের চেয়ারম্যান মো. সিরাজুল হক সেলিম, রানাপাশার চেয়ারম্যান মাসুদুর রহমান ছালাম প্রমুখ। 

 

অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আব্দুল হালিম ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রধান অতিথি চৌদ্দবুড়িয়ায় পারিবারিক সবজি বাগান পরিদর্শন করেন। তার সফরসঙ্গি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, উপপরিচালক মো. ফজলুল হক এবং উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি।